পিএসএল পয়েন্ট টেবিল | PSL Points Table 2023

আসসালামু আলাইকুম, পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩ সম্পর্কে জানতে আপনারা অনেকেই আগ্রহী। আজ আমরা এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে পিএসএল পয়েন্ট টেবিল প্রদান করব। মূলত পৃথিবীর অন্যান্য ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ গুলোর মতই পিএসএলও পৃথিবীতে বেশ জনপ্রিয়। পি এস এল এর ফুল ফর্ম হচ্ছে পাকিস্তান সুপার লিগ।

ভারতীয় আইপিএল এবং বাংলাদেশের বিপিএল এর মতই প্রতিবছর পাকিস্তানের অনুষ্ঠিত হয়ে থাকে পি এস এল এর টি-টোয়েন্টি এই টুর্নামেন্ট। শুরু থেকেই পিএসএল এর টুর্নামেন্টে দলের সংখ্যা ০৬ টি। ইতিমধ্যেই পিএসএল এবারের আসর শুরু হয়ে গিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি থেকে পিএসএল ২০২৩ শুরু হয়েছে।

যার প্রেক্ষিতে আপনারা সকলেই পিএসএল পয়েন্ট টেবিল সম্পর্কে জানার আগ্রহ দেখিয়েছেন। টুর্নামেন্টের শীর্ষে থাকা দল কোনগুলো সে সম্পর্কে আজ এই আর্টিকেল এর মাধ্যমে পিএসএল পয়েন্ট টেবিল এবং কোন কোন ভেন্যুতে পি এস এল খেলা হচ্ছে সকল বিষয়গুলো বিস্তারিত জানবো। 

পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল | PSL 2023 Points Table

পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল
পিএসএল ২০২৩ পয়েন্ট টেবিল

বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে পিএসএল এর ষষ্ঠ আসর। ইতিমধ্যেই পিএসএল পুরো পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের মাঝে নিজেদের জায়গা করে নিয়েছে।

আগামী ১৩ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল।

যাতে করে পিএসএল পয়েন্ট টেবিল এবং পিএসএল সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য গুলো সকলের জানার প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

তবে পিএসএল পয়েন্ট টেবিল সম্পর্কে জানার পূর্বে অবশ্যই আমাদের পিএসএল এর সকল খুঁটিনাটি বিষয় এবং পয়েন্ট টেবিল বন্টন সম্পর্কে বিস্তারিত জানতে হবে।

মূলত পৃথিবীর বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ গুলোর মতই পিএসএল এর মধ্যে একই নিয়মে পয়েন্ট বন্টন করা হয়ে থাকে।

বিজয় দল পাবে- ২ পয়েন্ট।

পরাজিত দল- ০ পয়েন্ট।

ম্যাচ পরিত্যক্ত বা অন্যান্য কারণে সম্পূর্ণ না হলে- দুই দলই ১ পয়েন্ট করে পাবে।

যদি ম্যাচের মধ্যে ম্যাচ ড্র হয় সেই ক্ষেত্রে সুপার ওভারের খেলা হবে।

পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩ 

ক্রমিক নংদলম্যাচজয়হারড্রপয়েন্টরান রেট
০১.মুলতান সুলতানস
০২.ইসলামাবাদ ইউনাইটেড
০৩.কোয়েটা গ্ল্যাডিয়েটরস
০৪.করাচি কিংস
০৫.লাহোর কালান্দার্স
০৬.পেশোয়ার জালমি
পিএসএল পয়েন্ট টেবিল ২০২৩

কয়টি ভেন্যুতে পিএসএল অনুষ্ঠিত হবে

ইতিমধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পিএসএল গভর্নিং কাউন্সিলর জানিয়েছেন এবারের পিএসএল অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ই ফেব্রুয়ারি এবং এই টুর্নামেন্টের শেষ হবে ১৯ শে মার্চ।

দীর্ঘ এক মাস জুড়ে মোট ৩৪ টি ম্যাচের সমন্বয়ে পুরো টুর্নামেন্ট শেষ করা হবে।

এছাড়াও সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়েছিল যে এবারের পিএসএল অনুষ্ঠিত হবে সর্বমোট চারটি ভেনুতে।

পাকিস্তানের অন্যতম ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম গুলোর মধ্যে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতান।

ইতিমধ্যেই সকল ম্যাচগুলো কোন কোন মাঠে অনুষ্ঠিত হবে তার সময়সূচী নির্ধারণ করে ম্যাচ শুরু করা হয়েছে।

পিএসএল এই টুর্নামেন্টটি শুরু হয়েছে মাত্র পাঁচ বছর যাবত। এর আগে পাকিস্তান সুপার লিগ খেলা হয়নি।

তবে পাকিস্তানের দারুন নিদর্শনের মাধ্যমে তারা পৃথিবীতে পিএসএল এর নাম কে জাগ্রত করে তুলেছে।

পড়ুনঃ

আই পি এলের পয়েন্ট টেবিল

ফ্রী ফায়ার এর মালিক কে?

এছাড়াও পাকিস্তানি প্লেয়ারদের দারুন খেলার নিদর্শন পুরো পৃথিবীতেই প্রভাব বিস্তার করেছে।

টি-টোয়েন্টি কিংবা ওডিআই রেংকিং এ সেরা ব্যাটসম্যান বোলারদের তালিকা পাকিস্তানের প্লেয়ারদের বেশি দেখা যাচ্ছে বর্তমানে।

এছাড়াও দুবাই এবং সাউথ আফ্রিকাতে দুটি নতুন বড় লিগ শুরু হওয়াতে নিজেদের ওপর থেকে কিছুটা প্রভাব সরিয়ে রাখতে পি এস এল এ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। 

পিএসএল সকল দলের তালিকা ২০২৩

পিএসএল সকল দলের তালিকা ২০২৩
পিএসএল সকল দলের তালিকা ২০২৩

ইতিমধ্যে আপনারা জানেন যে পিএসএল প্রতিবছর অনুষ্ঠিত হয়ে থাকে ছয়টি দল নিয়ে।

প্রতিবারের মতো এবারও পিএসএল অনুষ্ঠিত হতে যাচ্ছে ছয়টি দল নিয়ে।

গত বছর আইপিএল ২০২০ করোনার কারণে শুধুমাত্র লাহোর এবং করাচিতে অনুষ্ঠিত হয়েছিল।

তবে এ বছর পাকিস্তানের চারটি আন্তর্জাতিক স্টেডিয়ামের মধ্যে পুরো সিজন জুড়ে ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ সকল ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে পি স্পোর্টস।

এছাড়াও সকল দলের নামগুলো আগের মতই রাখা হয়েছে। চলুন পাকিস্তানের সুপার লিগের সকল দলের নাম গুলো জেনে নেয়া যাক।

দল
ইসলামাবাদ ইউনাইটেড
করাচি কিংস
মুলতান সুলতানস
পেশোয়ার জালমি
লাহোর কালান্দার্স
কোয়েটা গ্ল্যাডিয়েটরস

পিএসএল সকল দলের তালিকা ২০২৩

পিএসএল লাইভ ম্যাচ দেখার উপায় ২০২৩ 

এ পর্যায়ে কিভাবে আপনারা পিএসএল এর সকল ম্যাচগুলো লাইভ দেখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আপনারা যদি পিএসএল এর সকল ম্যাচগুলো লাইভ দেখতে চান তাহলে সে ক্ষেত্রে টিভি চ্যানেল থেকে ptv স্পোর্টস এর মাধ্যমে দেখতে পারবেন।

এছাড়াও বিভিন্ন ফ্যান কোড ব্যবহার করার মাধ্যমে আপনারা নানা ধরনের অ্যাপস থেকে এই ম্যাচগুলো সরাসরি দেখতে পারবেন। পিএসএল পয়েন্ট টেবিল আপনারা এই সকল মাধ্যমগুলো থেকেও সংগ্রহ করতে পারবেন।

পড়ুনঃ

ফ্রী ফায়ার কোন দেশের গেম?

গেম খেলে টাকা ইনকাম করার উপায়

কোন কোন গেম থেকে টাকা আয় করা যায়

এছাড়াও বর্তমানে গুগলের মধ্যে যদি আপনারা সার্চ করেন লাইভ ম্যাচ লিখে সে ক্ষেত্রে আপনাদের লাইভ স্কোর গুলো গুগল প্রদান করে থাকে।

বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপনারা লাইভ স্কোর গুলো প্রতি বলে বলেই দেখতে পারবেন। 

পিএসএলের কোন দলের মালিক কে 

পিএসএল পয়েন্ট টেবিল, ভেনু সহকারে সকল বিষয়গুলো এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে।

এক্ষেত্রে পিএসএল এর মধ্যে কে কোন দলের মালিক সে সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। 

দলমালিক
মুলতান সুলতানসআলী তারিন ও তৈমুর মালিক (মুলতান কনসোর্টিয়াম)
ইসলামাবাদ ইউনাইটেডলিওনাইন গ্লোবাল স্পোর্টস(আলী নাকভি এবং আমনা নাকভি)
কোয়েটা গ্ল্যাডিয়েটরসওমর অ্যাসোসিয়েটস(নাদিম ওমর, পরিচালক)
লাহোর কালান্দার্সকাতার লুব্রিকেন্টস কোম্পানি লিমিটেড(ফাওয়াদ রানা, ম্যানেজিং ডিরেক্টর)
পেশোয়ার জালমিহায়ার পাকিস্তান(জাভেদ আফ্রিদী, প্রধান নির্বাহী কর্মকর্তা)
করাচি কিংসএআরওয়াই মিডিয়া গ্রুপ(সালমান ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা)
পিএসএলের কোন দলের মালিক কে

পিএসএল পয়েন্ট টেবিল FAQS

আগামী পিএসএল ২০২৩ কবে থেকে শুরু হবে?

আগামী ১৩ ফেব্রুয়ারী শুরু হতে যাচ্ছে পিএসএল ২০২৩।

২০২৩ সালে পি এস এল এর কততম আসর শুরু হতে যাচ্ছে?

২০২৩ সালে পি এস এল এর ০৬ তম আসর শুরু হতে যাচ্ছে।

পিএসএল ২০২৩ এ কয়টি দল অংশগ্রহণ করবে?

পিএসএল ২০২৩ এ ০৬ টি দল অংশগ্রহণ করবে।

২০২৩ সালে পিএসএল কত তারিখে শেষ হবে?

২০২৩ সালে পিএসএল ১৯ মার্চ তারিখে শেষ হবে।

আমাদের শেষ কথা 

আজ আমরা এই পোষ্টের মাধ্যমে পিএসএল পয়েন্ট টেবিল এবং পিএসএল সকল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

এই পোস্ট পিএসএল পয়েন্ট টেবিল এবং দেশের সকল বিষয়গুলো নিয়ে গঠন করা হয়েছে এবং আমরা আশাবাদী যে আপনাদের এই পোস্ট ভালো লাগবে।

তবু এ বিষয়ে যদি আপনারা কোন মতামত দিতে চান অথবা আমাদের কাছে কোন প্রশ্ন পাঠাতে চান সে ক্ষেত্রে অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করুন।

ক্রিকেট প্রেমীরা অবশ্যই পিএসএল পয়েন্ট টেবিল সম্পর্কে জানতে চাইবেন তাই আপনারা সকল ক্রিকেটপ্রেমী বন্ধুদের মাঝে আমাদের এই পোস্টটি শেয়ার করুন।

আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এ ধরনের অনেক পোস্ট আপনাদের প্রয়োজনে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের ওয়েবসাইট ঘুরে দেখতে পারেন।