জরিমানা মওকুফের জন্য আবেদন In English and বাংলা নমুনা পত্র

জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আজকের এই নিবন্ধের মাধ্যমে কলেজে স্কুলে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন in english এবং বাংলা ভাষায় কিভাবে লিখতে হয় বা লিখার নিয়ম বিস্তারিত আলোচনা করা হবে।

এছাড়াও আমরা আজকের এই পোস্টে আপনাদেরকে কাছে জরিমানা মওকুফের নমুনা দরখাস্ত তুলে ধরব। মূলত আপনারা অনেকেই বিভিন্ন কারণে জরিমানা মওকুফের দরখাস্ত করবেন বা করতে চাইছেন। কিন্তু কিভাবে jorimana moukufer jonno abedon english বা বাংলায় করতে হয় সে সম্পর্কে জানেন না।

মূলত অনেকেই কম্পিউটারের মাধ্যমে টাইপিং করে জরিমানা মওকুফের আবেদন পত্র লিখতে চাই। আবার অনেকেই নিজ হাতে জরিমানা মওকুফের আবেদন করতে ইচ্ছুক।

তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যে আবেদন পত্রটি হাতে লিখবেন তার গ্রহণযোগ্যতা বেশি। আপনি বাংলা ইংলিশ যে ভাষাতেই জরিমানা মওকুফের আবেদন করতে চান না কেন আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে আবেদন করার সঠিক নমুনা দেখাবো।

চলুন তাহলে আজকের এই পোস্ট শুরু করা যাক jorimana moukufer jonno abedon english and bangla.  

জরিমানা মওকুফের জন্য আবেদন In English and বাংলা নমুনা পত্র

কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন In English and বাংলা যে ভাষায় লিখতে চান তারা নিম্মে দেখানো নিয়ম অনুসরন করুন।

কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন
কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন

আপনাদের অবশ্যই মনে রাখতে হবে আপনারা যে কোন আবেদনপত্র লেখেন না কেন সে ক্ষেত্রে আপনাদের অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে।

আর সেই সকল বিষয়গুলো অবশ্যই সকল ধরনের আবেদন পত্র কিংবা দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য।

বাংলা দরখাস্ত কিংবা আবেদনপত্র লেখতে গেলে আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো খেয়াল করতে হয়।

যেমন আপনার হাতের লেখা স্পষ্ট এবং সুন্দর হয়েছে কিনা অথবা আপনাদের আবেদনপত্র কিংবা দরখাস্তের সকল তথ্যগুলো সঠিক কিনা।

আপনারা কর্মক্ষেত্রে অর্থাৎ অফিস কলেজ কিংবা স্কুল যেকোনো জায়গায় জরিমানা মওকুফের জন্য দরখাস্ত পত্র লিখতে গেলে অবশ্যই হাতে লেখার চেষ্টা করবেন।

এক্ষেত্রে আপনাদের আবেদন পত্রের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং আপনাদের আবেদন পত্র সুন্দর হবে।

লাইনগুলো সোজা সোজা রেখে আবেদন পত্র লেখার চেষ্টা করবেন। চলন কলেজে অনুপস্থিতির জন্য জরিমানা মওকুফের দরখাস্ত কিভাবে লিখতে হয় তার নমুনা দেখে নেয়া যাক।

স্কুলে / কলেজে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন বাংলা

তারিখঃ ১ আগস্ট ২০২৫ 

বরাবর,

অধ্যক্ষ 

দনিয়া কলেজ এন্ড ইউনিভার্সিটি 

শনিআখরা, যাত্রাবাড়ী, ঢাকা 

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের ইন্টার প্রথম বর্ষের একজন নিয়মিত ছাত্র/ছাত্রী। আমি অসুস্থতার কারণে গত ২৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কলেজে উপস্থিত হতে পারেনি। কলেজ কর্তৃপক্ষ হতে আমার গত ছয় দিনে ১২০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। আমার বাবা একজন রিকশাচালক। আমরা পাঁচ ভাই বোন সকলেই এখনো পড়াশোনা রত অবস্থায় রয়েছি। আমার বাবা একমাত্র উপার্জনকারী যিনি আমাদের সকল খরচ বহন করেন। 

অতএব, জনাবের নিকট নিকট আমার আকুল আবেদন এই যে, আমার গত ৬ দিনের জরিমানা মওকুফ করে দেয়ার জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার নিয়মিত অনুগত ছাত্র

মোঃ সাইফুল

শ্রেণীঃ ইন্টার ১ম বর্ষ 

শাখাঃ এ

রোল নং- ১২

বিভাগঃ ব্যবসায় শিক্ষা

আরও পড়ুনঃ

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

স্কুলে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র

তারিখঃ ২ আগস্ট ২০২৫

বরাবর,

প্রধান শিক্ষক

হাজী মোঃ নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়

বরপা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয়ে বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি আমার বড় বোনের বিয়ের কারণে গত ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। আমার বাবা একজন ছোটখাট ব্যবসায়ী। আমরা ছয় ভাইবোন এখনো পর্যন্ত পড়াশুনারত অবস্থায় রয়েছি। আমাদের সকল খরচ বহনকারী আমাদের পিতা। তিনি কোনভাবেই আমাদের বিদ্যালয়ের জরিমানা বহন করতে সক্ষম নন।

অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন এই যে, আমার অনুপস্থিত কালীন সময়ে স্কুল কর্তৃপক্ষ থেকে যে জরিমানা করা হয়েছে সেটি মওকুফের জন্য আপনার সু-মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার বিদ্যালয়ের নিয়মিত ছাত্র

মোহাম্মদ মোশারফ হোসেন

রোল নং-১১

শ্রেণীঃ দশম

শাখাঃ ব্যবসায় শিক্ষা

Also Read:

রবি মিনিট চেক কোড নাম্বার ২০২৪ | Robi Minute Check Code

বাংলাদেশে অনলাইনে টাকা ইনকাম করার উপায় | Online Taka Income

স্কুলে অনুপস্থিতির জরিমানা মওকুফের জন্য আবেদন in english

জরিমানা মওকুফের জন্য আবেদন in english
জরিমানা মওকুফের আবেদন in english

Date: 28 July 2024

The Headmaster,

Haji Mohammad Eklasuddin Bhuiya School and college 

Rupgonj, Narayanganj.

Subject: Application for remission of delay fine.

Dear Sir,

With due respect I would like to draw your attention that, I am a student of your school In class 10. This month I was unable to attend school from July 25 to July 27 due to my illness.

In this circumstances, I hope and pray that you would be so kind to order the office to do the needful for remission of my delay fine on receipt of the arrears.

Yours obediently,

Robin

Class-X, Roll-4

আশা করি jorimana moukufer jonno abedon english লেখা অনুসরন করে আপনি লিখা শুরু করতে পেরেছেন।

অসুস্থতার জন্য জরিমানা মওকুফের জন্য আবেদন অথবা জরিমানা মওকুফ এর ইংরেজি আবেদন পত্র যাই হোকনা কেন আপনি লিখতে পারবেন।

আরও পড়ুনঃ

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

চাকরির দরখাস্ত লেখার নিয়ম

জরিমানা মওকুফের জন্য আবেদন FAQS

কত টাকা জরিমানা হলে মওকুফ হয়?

মূলত জনিমানার নির্দিষ্ট কোনো সীমা নেই। আপনারা যে কোন ধরনের জরিমানার জন্যই আবেদন পত্র লিখতে পারেন।

কলেজের জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র?

জনাব, বিনীত নিবেদন এই যে, আমি আপনার কলেজের ইন্টার প্রথম বর্ষের একজন নিয়মিত শিক্ষার্থী। আমি অসুস্থতার কারণে গত ২৬ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত কলেজে উপস্থিত হতে পারেনি বলে ১২০ টাকা জরিমানা ধার্য করা হয়েছে। সংসারে আমাদের একমাত্র উপার্জনকারী আমার বাবা, তার পক্ষে এই বাড়তি জরিমানা প্রদান করা সম্ভব নয়, অতএব আমার জরিমানা মওকুফ করে আমাকে পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিন।

আমাদের শেষ কথা 

আপনারা কিভাবে স্কুল কলেজে জরিমানা মওকুফের জন্য আবেদন পত্র লিখার নিয়ম নমুনা সহকারে জানতে পেরেছেন। আমি jorimana moukufer jonno abedon in english ভাষায় এবং বাংলা বাসায় কিভাবে লেখবেন এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছি আশা করি পোস্টটি আপনার ভালো লেগেছে।

আশা করছি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভালো লেগেছে এবং আপনারা জরিমানা মওকুফের আবেদনপত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন।

আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আমরা সকল সময় আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছে।

এছাড়াও আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত এই গুরুত্বপূর্ণ সকল পোস্টগুলো সবার আগে পেয়ে যাবেন।

তাই অবশ্যই সকল ধরনের আর্টিকেলগুলো সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গেই থাকুন।

ধন্যবাদ।

Leave a Comment