আসসালামু আলাইকুম, বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় সে সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আমরা আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের মাধ্যমে বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হবে সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
মূলত বিড়াল একটি গৃহপালিত প্রাণী এবং এই প্রাণীটি আমরা অনেকেই ঘরে পালন করি। এক্ষেত্রে যদি আপনাকে সে পা দিয়ে আঁচড় দেয় কিংবা ক্ষিপ্ত হয়ে আপনার ওপর কামড় বসিয়ে দেয় সে ক্ষেত্রে আপনার টিকা দিতে হবে কিনা সেটি আপনারা অনেকেই জানার আগ্রহ প্রকাশ করেন।
আবার অনেক সময় আমরা বিড়ালের ফশম খেয়ে ফেলি সে ক্ষেত্রে কোন ক্ষতি হবে কিনা সেটিও আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বিড়ালের কামড়ে কত দিনের মধ্যে টিকা দিতে হয় সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আজকের এই আর্টিকেলটি শেষ পর্যন্ত করার অনুরোধ রইলো।
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয়?
প্রিয় পাঠক আপনাদের সকলেরই এ বিষয়টি জানা উচিত যদি বিড়াল আপনাকে কামড়ায় সেক্ষেত্রে ২৪ ঘন্টার মধ্যে আপনাকে টিকা দিতে হবে।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
মূলত গৃহপালিত এ ধরনের পশুর কামড়ে জলাতঙ্ক হওয়ার আশঙ্কা খুবই বেশি।
জলাতঙ্ক রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য খুব দ্রুত আমাদের মাংসপেশিতে কিংবা চামড়ায় টিকা গ্রহণ করা উচিত।
যেকোনো ব্যক্তি কিংবা শিশুর ক্ষেত্রে বিড়াল যদি কামড় দেয় তবে সে ক্ষেত্রে প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন, ১৪ তম দিন, ২৮ তম দিনে টিকা দিতে হয়।
এছাড়াও গৃহপালিত অন্যান্য পশু যেমন কুকুর, গরু, ছাগল, মহিষ, ভেড়া কিংবা ইঁদুর যদি আপনাকে কামড় দেয় তাহলে সে ক্ষেত্রে আপনার জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।
তাই এ ক্ষেত্রে অবশ্যই শরীর সুস্থ রাখতে টিকা গ্রহণ করা প্রয়োজন।
তবে এ সকল প্রাণীগুলো যদি আপনারা কামড় দেওয়ার পর কেমন কোন খতনা হয় তবে টিকার কোন প্রয়োজন নেই।
রক্তপাতহীন ক্ষত হলে সে ক্ষেত্রে আপনারা প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিনও গ্রহণ করতে পারেন।
বর্তমানে এমন সমস্যায় দুই ধরনের টিকা নেওয়া যায়।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
- চামড়ায়- টিকা দেওয়া বেশি কার্যকর এবং খরচ কম।
- মাংসপেশিতে– খরচ বেশি তবে দক্ষ চিকিৎসক প্রয়োজন।
বিড়াল কামড়ালে কি হয়
আপনারা বিড়াল কামড় দিলে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় গুলো জেনে রাখবেন-
- যদি বিড়াল কামড় দেয় এবং সেই ক্ষত থেকে রক্ত বের হয় তবে ২৪ ঘন্টার মধ্যেই ম্যাক্সিন নিতে হবে।
- আপনার যদি গত পাঁচ বছরে এ ধরনের কোন টিকা দেওয়া না থাকে, তবে অবশ্যই এমন ব্যক্তি কিংবা শিশুর ক্ষেত্রে কামড়ানোর প্রথম দিন, তৃতীয় দিন, সপ্তম দিন, ১৪তম দিন এবং ২৮ তম দিনে টিকা নিতে হবে।
- যদি আপনারা পাঁচ বছরের মধ্যে এ ধরনের কোনো টিকা নিয়ে থাকেন তবে প্রথম এবং তৃতীয় ডোজ নিলেই হবে।
- যদি কোন ভাবে ইমিউনোগ্লোবিন টিকা না পাওয়া যায় তবে সে ক্ষেত্রে প্রথম দিনে দুই বাহুতে দুটি টেকা গ্রহণ করবেন। এর পরবর্তীতে ৩,৭,১৪ এবং ২৮ তম দিনে টিকা গ্রহণ করতে হবে।
- যারা বিড়াল পালন করে এমন ঝুকিপূর্ণ ব্যক্তি কামড়ের পূর্বেই ০ ও ৩ তম দিনে দুটি টিকা নিয়ে রাখতে হবে। পরবর্তীতে আক্রান্ত হলে ০, ৭, ২১ তম দিনে টিকা নিলেই হবে।
- গৃহপালিত পশুর ক্ষেত্রে কামড়ানোর পর ১০ দিন প্রানী সম্পূর্ন সুস্থ থাকলে ১৪ ও ২৮ তম দিনের টিকা না নিলেও হবে।
উপরোক্ত বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় তার সঠিক তথ্য জেনে টিকা নিতে হবে।
বিড়াল কামড়ালে কি ভ্যাকসিন দিতে হয়
যদি আপনারা কেউ বিড়াল পালন করেন তাহলে যদি বিড়াল আপনাদেরকে কামরায় তবে সে ক্ষেত্রে অবশ্যই ভ্যাকসিন দিতে হবে।
তবে সেক্ষেত্রে যদি আপনাদের ক্ষত অল্প হয় এবং রক্ত নির্গত না হয় তবে সেটি ভালো পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করুন।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।
এরপর ক্ষতস্থানে স্যানিটাইজার কিংবা আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন।
তবে অতিরিক্ত ক্ষত হলে অবশ্যই ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তা আছে।
কেননা বিড়াল একটি গৃহপালিত প্রাণী হলেও এর কামোর থেকে আপনার জলাতঙ্ক রোগ হতে পারে।
অনেকেই বিড়ালের ভ্যাকসিন সম্পর্কে আমাদের কাছে জানার আগ্রহ প্রকাশ করে থাকেন।
মূলত বাংলাদেশের বর্তমানে তিন ধরনের বিড়ালের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে।
- QUADRICAT
- RABISIN
- NOBIVAC Feline 1-HCPCh
আপনারা বাংলাদেশের বিভিন্ন সরকারি ক্লিনিক থেকে এই ভ্যাকসিন গুলো দিতে পারবেন।
এ পর্যায়ে আমরা আপনাদেরকে ভ্যাকসিনের দাম কত সে সম্পর্কে জানাবো। তবে এই সকল ভ্যাকসিনগুলোর দাম পরিবর্তনশীল।
- NOBIVAC- 1000-1500 tk.
- QUADRICAT- 1000-1500 tk.
- RABISIN- 300-500 tk.
এই হচ্ছে বর্তমান সময়ের বিড়ালের ভ্যাকসিনের দাম।
বিড়াল মূলত একটি গৃহপালিত প্রাণী হলেও এরা কামড়ালে আপনার কঠিন রোগের সংক্রমণ হতে পারেন।
এছাড়াও বিড়ালের সংস্পর্শে আসলে, বিড়াল কামড়ালে বা আঁচড় কাটলে র্যাবিস নামক রোগ মানুষের দেখাও সংক্রমিত হতে পারে। তাই বিড়ালের ভ্যাকসিন দেওয়া উচিত।
আরও পড়ুনঃ
বাংলাদেশের প্রথম সংবিধান কোন সালে প্রণয়ন করা হয়
লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল?
বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় FAQS
যদি বিড়াল কামড় দেয় সে ক্ষেত্রে অবশ্যই ২-৩ দিনের মধ্যে টিকা দিতে হয়।
বিড়াল কামড়ালে ০৫ টি টিকা দিতে হয়
আমাদের শেষ কথা
পাঠকগণ বিড়াল কামড়ালে কত দিনের মধ্যে টিকা দিতে হয় সে সম্পর্কে আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভালো লাগবে এবং আপনারা আজকের এই পোস্ট থেকে বিড়াল কামড়ালে কি হতে পারে সে সংক্রান্ত বিষয় জানতে পেরেছেন।
আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
আমরা আপনাদের কমেন্টের উত্তর প্রদান করার জন্য সব সময় প্রস্তুত রয়েছি।
আপনারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রতিদিনই গুরুত্বপূর্ণ সকল পোস্টগুলো পেয়ে যাবেন।
তাই অবশ্যই জয়েন করুন আমাদের ওয়েবসাইটের সঙ্গে।
ধন্যবাদ।
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।