ইফতারের দোয়া আরবিতে, বাংলায় সঠিক নিয়মে পড়ুন

আসসালামু আলাইকুম, ইফতারের দোয়া আরবিতে জানতে আপনারা অনেকেই আগ্রহী। আজকের এই প্রশ্নের মাধ্যমে ইফতারের দোয়া আরবিতে এবং বাংলায় কিভাবে আপনারা উচ্চারণ করে পাঠ করবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো। মূলত পবিত্র রমজান মাস খুব দ্রুতই আমাদের সন্নিকটে চলে এসেছে।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে অত্যন্ত নেয়ামত এবং পবিত্র একটি মাস হচ্ছে রমজান মাস। মহান আল্লাহ তায়ালার বিশেষ রহমত এই মাসটিকে ঘিরে প্রতিটি মুসলিমের ওপর রয়েছে। এই মাসকে গুনাহ মাফের মাস বলা হয়ে থাকে। কেননা মহান আল্লাহ তাআলা এই মাসটি জুড়ে তার প্রিয় বান্দাদের ক্ষমা করে থাকেন।

যে ব্যক্তি মহান আল্লাহ তায়ালা সন্তুষ্টি অর্জন করবে মহান আল্লাহ তাআলা তাকে অবশ্যই এই মাসের উসিলায় ক্ষমা করে দেবেন। ইফতারের দোয়া আরবিতে এবং বাংলায় কিভাবে আপনারা পাঠ করবেন সেই সম্পর্কে জানতে আজকের এই পোস্ট বিস্তারিত শেষ পর্যন্ত পড়ুন।

রোজার ইফতারের দোয়া

রোজার ইফতারের দোয়া
রোজার ইফতারের দোয়া

যেহেতু পবিত্র মাহে রমজান খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সেহেতু রোজার নিয়ত এবং ইফতারের দোয়া আরবিতে এবং বাংলায় জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

রমজান মাসে রোজা রাখা এবং সঠিকভাবে ইফতার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো সঠিকভাবে জানা প্রতিটি মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রমজান মাসে ইফতারের দোয়া আরবিতে কিংবা বাংলায় পাঠ করে ইফতার শুরু করা সুন্নত।

আপনারা কিভাবে ইফতারের দোয়া আরবিতে এবং বাংলায় পাঠ করবেন সেই সম্পর্কে অনেকেই গুগল সার্চ করেছিলেন।

যার ভিত্তিতে আজকের এ পোস্ট সাজানো হয়েছে। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের ইফতারের দোয়া আরবিতে কিংবা বাংলায় পাঠ করতে বলেছেন আমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করব।

খুব দ্রুতই রমজান মাস শুরু হতে যাচ্ছে যার কারণে রমজান মাসের আগে মানুষের প্রস্তুতিও গ্রহণ করা উচিত।

কেননা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি রজব এবং শাবান মাস থেকেই রোজার প্রস্তুতি গ্রহণ করতেন।

পড়ুনঃ

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

রোযা রাখার দোয়া কি?

রমজান মাসে রোজার প্রস্তুতির অন্যতম কাজ হয়েছে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া আরবিতে পাঠ করা।

সঠিকভাবে এই দোয়াগুলো যদি আপনারা না জানেন তাহলে অবশ্যই আপনারা এই দোয়াগুলো পাঠ করতে সক্ষম হবে না।

তাই এই পোষ্টের মাধ্যমে সঠিকভাবে আপনাদের ইফতারের দোয়া আরবিতে এবং বাংলায় পাঠ করার দোয়াটি জানাবো।

রোজার নিয়ত ও ইফতারের দোয়া

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেদের জন্য ইফতারের দোয়া আরবিতে কিংবা বাংলায় করার গুরুত্ব অপরিসীম।

তাই রমজান মাসকে খুব কাছাকাছি রেখে আপনাদের কাছে ইফতারের দোয়া আরবিতে অথবা বাংলায় পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব।

আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট থেকে আপনারা ইফতারের দোয়া আরবি এবং বাংলায় পেয়ে যাবেন। এছাড়াও রোজার নিয়ত কিভাবে করতে হয় সেটিও এই পোস্ট থেকে আপনারা জানতে পারবেন।

ইফতারের দোয়া আরবিতেঃ 

بِسْمِ الله – اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ

আরবি উচ্চারণঃ ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

অর্থঃ আল্লাহর নামে (শুরু করছি); হে আল্লাহ, আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ, মিশকাত)

রাসূলুল্লাহ (সা.) অনেক হাদিসের মাধ্যমে আমাদেরকে ইফতার করার ক্ষেত্রে বিভিন্নভাবে বিশেষ তাগিদ দিয়েছেন।

তিনি আমাদের এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন যে মুসল্লিগণ যেন ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার সম্পন্ন করে নেয়। এতে করে মুসল্লিরা কল্যাণ লাভ করবে।

আমাদের উচিত আমাদের যত ব্যস্ততায় থাকুক না কেন অবশ্যই ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে আবারও সেই কাজ করা।

তাহলে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটি আমরা সঠিকভাবে পালন করতে পারব।

উপরে আপনাদের যে দোয়াটির প্রদান করা হয়েছে এই দোয়াটি হচ্ছে ইফতারের দোয়া আরবি এবং বাংলায়। ইফতারের পূর্বে আপনারা অবশ্যই এই দোয়াটি পড়ে নিবেন।

ইফতারে মুসল্লিদের করণীয় কি 

  • ইফতারের দোয়া আরবি কিংবা বাংলায় পাঠ করে ইফতার শুরু করা। 
  • ইফতারের ক্ষেত্রে সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে ফেলা। 
  • আল্লাহর কাছে ইফতার সামনে রেখে অথবা ইফতার খাওয়ার সময় বেশি বেশি দোয়া ও প্রার্থনা করা।
  • সাদা পানি কিংবা দুধ অথবা খেজুরের মাধ্যমে প্রথমে ইফতারি করে নেয়া এরপরও গতিতে মাগরিবের নামাজ জামাতে আদায় করা।
  • ইফতারের জন্য কোন ভাবেই মাগরিবের জামাত দেরি করে শুরু না করা।
  • ইফতার করার ক্ষেত্রে কোনোভাবেই ধারে কোন কিছু না খাওয়া। মাগরিবের নামাজ আদায় করার পর তৃপ্তি সহকারে পরিমাণ মতো খাবার খাওয়া। 

রোজা রাখার নিয়ত 

এ পর্যায়ে রোজার নিয়ত কিভাবে পাঠ করবেন এবং সেহরির পর কিভাবে রোজার নিয়ত করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করব।

এতক্ষণ পর্যন্ত আমরা জেনেছি ইফতারের দোয়া আরবি এবং বাংলায় কিভাবে পাঠ করা যেতে পারে। তবে এক্ষেত্রে আমরা জানবো রোজার নিয়ত আরবিতে আমরা কিভাবে করব। 

রোজা রাখার নিয়তঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

অর্থ : হে আল্লাহ! আমি আজকের পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আপনার মূলত এভাবে সেহারের পর নিয়ত করে রোজার শুরু করবেন।

পড়ুনঃ

রোজা রাখার নিয়ত আরবিতে

রোজা রাখার নিয়ত এবং ইফতারের দোয়া আরবি আপনাদেরকে ইতিমধ্যে এই পোস্টে দেয়া হয়েছে।

আশা করছি আপনারা সঠিক ভাবে রোজার সকল নিয়মকানুন গুলো রক্ষা করতে পারবেন।

ইফতারের দোয়া আরবিতে?

আরবি উচ্চারণঃ ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আলা রিযক্বিকা আফত্বারতু।

রোজার নিয়ত?

রোজা রাখার নিয়তঃ নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

বাংলাদেশে প্রথম রোজা কবে?

বাংলাদেশে প্রথম রয়া অনুষ্ঠিত হবে ২৩ মার্চ (চাঁদ দেখার উপর নির্ভরশীল)।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আমাদের শেষ কথা 

ইফতারের দোয়া আরবিতে আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

এছাড়াও এই পোষ্টের মাধ্যমে আপনাদের রোজার নিয়ত কিভাবে করতে হয় সেটিও জানানো হয়েছে।

আপনাদের আজকের এই পোস্ট ভালো লাগলে বলে আশা করছি।

এবং রমজান মাসের সময় এই সকল দোয়া গুলো আপনাদের কাজে লাগতে পারে তাই আপনারা চাইলে এগুলোকে স্ক্রিনশট কিংবা কপি করে রাখতে পারেন।

আমাদের ওয়েবসাইটে আপনারা এ ধরনের গুরুত্বপূর্ণ আরো অনেক আর্টিকেল পেয়ে যাবেন। তাই আমাদের ওয়েবসাইটে করে দেখার আহবান করা হলো। 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।