নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়? Nagad Account Open

ঘরে বসে বাটন মোবাইলে নিজেই নিজের নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় আপনি জানেন কি? এখন খুব সহজেই নগদের একাউন্ট খোলা যায় ভোটার আইডি কার্ড ছাড়াই। How to Open Account at home, step by step process are here.

আপনি জানেন কি বতমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম Mobile Banking সেবা হচ্ছে নগদ। তবে এখনো অনেক Nagad ব্যাবহারকারী জানেনা নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়। প্রিয় পাঠক বর্তমানে নগদের একাউন্ট খোলার খুবি সহজ।

এই নিবন্ধে আজ আমি আপনাদের ভোটার আইডি কার্ড ছাড়া নগদ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম এবং বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানাবো। 

আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশর সকল সিমে শুধুমাত্র পিন কোড সেট করে নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার করা যায়। তবে যে কোন সিম থেকে Nagad dial code *247# ডায়াল করে নগদ একাউন্ট খোলার পর অনেকেই সমশায় পড়েন। 

Nagad Account Open করে সঠিকভাবে কিভাবে কোন সমস্যা ছাড়া ব্যাবহার করবেন এবং কিভাবে নগদ একাউন্ট ভেরিফাই করবেন এই সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ। 

ঘরে বসে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়? 

নগদ একাউন্ট খুলতে মোবাইল থেকে ডায়াল করুন *১৬৭# এবং পছন্দ মত একটি চার সংখ্যার পিন কোড লিখে সেন্ড বাটনে ক্লিক করুন। আপনার নগদ একাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পিন কোড বাছাই করা খুবি গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী নগন পিন কোড সেট করতে ক্রমানুসারে সংখ্যা বাছাই নাকরে এলোমেলো সংখ্যা বাছাই করুন, যেমন ৯২৩৩, ৭৮৯৪, ১৯৩৪, ২০৫৭ এতাদি। 

এছাড়াও নগদ একাউন্ট খুলতে আপনি নগদ এজেন্ট পয়েন্ট অথবা নগদ সার্ভিস সেন্টারে ভিজিট করতে পারেন। ফ্রি নগদ একাউন্ট খুলতে ভোটার আইডি কার্ড সহকারে আপনার নিকতস্ত নগদ এজেন্ট পয়েন্টে ভিজিট করুন। 

নগদ একাউন্ট চালু করার জন্য কি কি প্রয়োজন? 

  • একটি সচল সিম
  • নগদ ডায়াল কোড 
  • মোবাইল ফোন / স্মার্টফোন ( প্রয়োজনে)
  • ভোটার আইডি কার্ড ( প্রয়োজনে)

কিভাবে নগদ একাউন্ট খুলব

কিভাবে নগদ একাউন্ট খুলব 2024
কিভাবে নগদ একাউন্ট খুলব

একাধিক পদ্ধতিতে নগদ একাউন্ট খুলা যায়। নগদ একাউন্ট খোলার পদ্ধতি সমূহের মধ্যে সব থেকে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট খোলা। 

বর্তমানে নগদ একাউন্ট খোলার জন্য বাটন মোবাইল ও ব্যবহার করতে পারেন। এছাড়াও  নগদ একাউন্ট খোলার জন্য নগদ উদ্যোক্তা এবং নগদ সার্ভিস সেন্টার ভিজিট করতে পারেন। 

এই নিবন্ধে আপনি জানতে পারবেন কি কি উপায়ে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়। নগদ মোবাইল ব্যাংকিং সেবা একাউন্ট নিয়ম গুলি হচ্ছে –

  1. বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম  
  2. অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম
  3. নগদ এজেন্ট থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম 
  4. নগদ সার্ভিস সেন্টার থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম  

১) বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম? 

অনেকে বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জানতে চান, তাদের বলছি বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা খুবি সহজ।

তবে পরবর্তীতে সমস্যা থেকে বাঁচতে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে একাউন্ট খোলা ভালো। 

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে নগদ কোড *১৬৭# ডায়াল করে চার সংখ্যার একটি পিন কোড সেট করে নেয়া।

যদি আপনি নিজের স্মার্ট ভোটার আইডি কার্ড ব্যাবহার করে ক্রয় করা সিমটিতে নগদ একাউন্ট করেন তাহলে নিরাপদে নগদের সকল সেবা ব্যাবহার করতে পারবেন। 

২) অ্যাপ থেকে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

আপনি যদি মনে করেন নিজেই নিজের নগদ একাউন্ট সঠিক ভাবে তৈরি করবেন তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি নগদ অ্যাপ ব্যবহার করে নগদ একাউন্ট ভেরিফাই করে নিন, কি করে পরবর্তীতে আপনার নগদ একাউন্ট ব্যবহারে কোন ধরনের সমস্যা হবে না। 

অনেক সময় নিজ থেকে নগদ একাউন্ট ভেরিফাই করতে অনেকেই সমস্যায় পড়েন তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনি ভোটার আইডি কার্ড সহ নগদ এজেন্ট পয়েন্টে উপস্থিত হয়ে বিকে ওয়াইসি প্রধানের মাধ্যমে নগদ একাউন্টটি ভেরিফাই করে খুলে নিন।  

নগদ এজেন্ট পয়েন্ট থেকে নগদ বেক্তিগত বা পার্সোনাল একাউন্ট ওপেন করার জন্য ভোটার আইডি কার্ড ও মোবাইল সাথে নিয়ে যেতে হবে। 

আরও পড়ুনঃ

নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক

নগদ এর একাউন্ট দেখার কোড কি?

কিভাবে নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট খুলবো?

তবে নিজেই নিজের নগদ একাউন্ট ভেরিফাই করার জন্য একটি স্মার্ট ফোন প্রয়োজন হবে। এজন্য প্রথমেই আপনার মোবাইলে নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপস টি ডাউনলোড ডাউনলোড ও ইন্সটল করুন। 

তারপর নগদ মোবাইল ব্যাংকিং অ্যাপটি ওপেন করুন এবং ” নতুন একাউন্ট খুলুন” বাটনে ক্লিক করে নিন্মুক্ত ধাপগুলো অনুসরণ করে খুব সহজেই আপনি আপনার নগদ একাউন্ট খুলতে পারবেন।

  1. নগদ ব্যবহার করার শর্ত গুলোকে মেনে নিয়ে চেক বক্সে ক্লিক করুন এবং সম্মতি দিন। তারপর আপনার Mobile Number লিখুন।
  2. তারপর আপনার ব্যবহৃত সিমের অপারেটর (কোম্পানী) নির্বাচন করুন 
  3. তারপর একাউন্টের ধরন নির্বাচন করুন। নগদ মোবাইল ব্যাংকিং সেবা রেগুলার এবং ইসলামিক দুই ধরনের একাউন্ট সুবিধা দিয়ে থাকে। আপনার পছন্দের একাউন্ট এর ধরন নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করুন। 
  4. তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের (ভোটার আইডি কার্ডের) উভয় পার্শের ছবি তুলুন।
  5. নগদ কর্তৃপক্ষ আপনার দেয়া তথ্য এবং আপনার voter id card তথ্যগুলো স্ক্যান করে দেখাবে আপনাকে, অনুগ্রহপূর্ব তথ্যগুলি পুনরায় মিলিয়ে পরবর্তী বাটনে ক্লিক করুন।
  6. এখন এডিশনাল ইনফরমেশন পেজে আপনার ব্যক্তিগত তথ্যগুলো সর্তকতার সহিত পূরন করে পরবর্তী ধাপে অগ্রসর হোন। 
  7. এখন আপনার সেলফি তুলতে হবে। 
  8. সেলফি তোলা সম্পন্ন হলে আপনার তথ্য গুলো সামারি আকারে পুনরায় দেখানো হবে মিলিয়ে নিন এবং পরবর্তী বাটনে ক্লিক করুন।
  9. অ্যাপ থেকে নগদ একাউন্ট খোলার এই পর্যায়ে আপনার ডিজিটাল সাক্ষর করুন এবং নেক্সট বাটনে ট্যাব করতে থাকুন আপনার নগদ একাউন্টটি সফলভাবে চালু হয়ে যাবে।

উল্লেখিত ৯টি ধাপ অনুসরণ করে আপনি খুব সহজেই নগদ মোবাইল ব্যাংকিং সেবা পার্সোনাল একাউন্ট খুলতে পারবেন নগদ অ্যাপ থেকে।

আশা করি আপনি জানতে পেরেছেন অ্যাপ থেকে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়।

৩) নগদ এজেন্ট থেকে নগদ একাউন্ট কিভাবে খুলতে হয়?

নগদ এর ব্যবসায়িক অংশীদার হিসেবে কাজ করে নগদ উদ্যোক্তা বা নগদ এজেন্ট। 

আপনার নিকটস্থ নগদ মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী নগদ উদ্যোক্তার কাছ থেকে আপনি খুব সহজেই বিনামূল্যে নগদ পার্সোনাল একাউন্ট খুলে নিতে পারবেন। 

নগদ এজেন্ট পয়েন্ট থেকে নগদ একাউন্ট খুলতে অরজিনাল ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে। 

এছাড়াও যদি কোন কারনে আপনার নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যায় পড়েন তাহলে আপনার একাউন্টের সমস্যা জানতে আপনি নগদ এজেন্ট পয়েন্টে যোগাযোগ করতে পারেন। 

৪) নগদ সার্ভিস সেন্টার থেকে নগদ একাউন্ট খোলার নিয়ম 

উপরে উল্লেখিত তিনটি পদ্ধতি ব্যবহার করে যদি আপনি আপনার নগদ একাউন্ট খুলতে সক্ষম না হন তাহলে আপনাকে নগদ সার্ভিস সেন্টারে ভিজিট করতে হবে। 

বর্তমানে দেশে ৬৪ টি জেলায় নগদ সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে।

আপনার নিকটস্থ নগদ সার্ভিস সেন্টার ঠিকানা জানতে নগদ হেল্পলাইন ১৬১৬৭ নাম্বারে কল করুন তারা আপনাকে ঠিকানা বলে দিবে। 

বিশেষ করে যে সমস্ত নগদ একাউন্টের পিনকোড জানা থাকেনা এবং নগদ একাউন্ট টি কোন নামে চালু আছে তা জানা নেই ঐ সমস্ত একাউন্টের ক্ষেত্রেই নগদ সার্ভিস সেন্টার থেকে সেবা নিতে হয়। 

নগদ সার্ভিস সেন্টার থেকে নগদ খোলার নিয়ম হচ্ছে আপনাকে আসল ভোটার আইডি কার্ড সহ শরীরে উপস্থিত হইতে হবে। অবশ্যই আপনি আপনার সিম সাথে নিয়ে যাবেন।

আরও পড়ুনঃ

জিপি মিনিট অফার ৩০ দিন

মোবাইল ফোন কে আবিষ্কার করেন

কোন ধরনের নগদ একাউন্টে সমস্যা হয়? 

যে ধরনের সিম ক্রয় বা খোলার সময় স্মার্ট/ডিজিটাল ভোটার আইডি কার্ড ব্যাবহার করা হয়নি ঐ সকল সিমে খোলা নগদ একাউন্ট ব্যাবহারে গ্রাহকরা সমস্যায় পড়েন। 

তবে আপনার নগদ একাউন্ট কোন ধরনের সমস্যা ছাড়া ব্যাবহার করতে একাউন্টি আপডেট করতে হবে। 

নগদ একাউন্ট সমস্যা কেন আসে?

মূলত যে সকল নগদ একাউন্ট পূর্ণাঙ্গ ভেরিফাই করা হয়নি ঐ সকল নগদ একাউন্ট সমস্যা দেখা দিচ্ছে। নগদ একাউন্ট সমস্যা থেকে পরিত্রান পেতে আপনাকে ই কেওয়াইসি ভেরিফিকেশান করতে হবে। 

নগদ ই-কেওয়াইসি ভেরিফিকেশান করার জন্য আপনি নগদ অ্যাপ ব্যবহার করতে পারেন।

এই পদ্ধতিতে আপনাকে আপনার ভোটার আইডি কার্ডের উভয় পাসের ছবি, ডিজিটাল সিগনেচার প্রদান করতে হবে এবং ফেচ ভেরিফিকেশন করতে হবে। 

কিভাবে নগদ একাউন্ট আপডেট করবেন?

দুইটি উপায়ে নগদ একাউন্ট আপডেট করা যায়, একটি হচ্ছে নিজেই নিজেই নগদ অ্যাপ থেকে নগদ একাউন্ট আপডেট করা এবং অন্য উপায়টি হচ্ছে নগদ এজেন্ট এর কাছ থেকে নগদ একাউন্ট আপডেট করে নেয়া। 

মনে রাখেবন নগদ একাউন্ট আপডেট ফ্রি, তাই কোন ধরনের সমস্যা ছাড়া নগদ একাউন্ট ব্যাবহার করতে এখনই Nagad Account Update করে নিন। 

নগদ একাউন্ট আপডেট করতে আপনার আসল Votar NID Card প্রয়োজন হবে। Nagad eKYC verify করার জন্য ভোটার আইডি কার্ডের স্পষ্ট ছবি এবং গ্রাহকের ফেস ভিরিফিকেশান করতে হায়। 

তাই যেই নামে নগদ একাউন্ট ভেরিফাই করবেন ঐ বেক্তিকে প্রয়োজন হবে।

নগদে যোগাযোগর ঠিকানা?

নগদ ওয়েবসাইটhttps://nagad.com.bd/
নগদ ফেসবুক পেজhttps://www.facebook.com/MyNagad/
নগদ কল সেন্টার16167
নগদ অফিসের ঠিকানা

আরও পড়ুনঃ

বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম

FAQS – নগদ একাউন্ট খোলার নিয়ম ২০২৪

নগদ কাস্টমার কেয়ারে কিভাবে যোগাযোগ করব?

নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে মোবাইল থেকে ১৬১৬৭ নম্বর ডায়াল করুন।

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম?

বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলার নিয়ম হচ্ছে *১৬৭# ডায়াল করে “ইন্টার পিন কোড” ফিল্ডে ৪ সংখ্যার একটি পিন কোড লিখুন এবং নগদ একাউন্ট খোলা সম্পন্ন।

নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস?

এই মুহূর্তে নগদ একাউন্ট খুললে কোন ধরণের বোনাস দেয়া হচ্ছে না।

জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম?

জন্ম নিবন্ধন দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম এখনো চালু হয়নি।

শেষ কথা, 

নগদ একাউন্ট কিভাবে খুলতে হয় এই বিষয়ে যেকোন ধরনের সহযোগিতা পেতে আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন।

এছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কিত যেকোন তথ্য জানার থাকলে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জমা দিন। 

যদি আপনি অনলাইন থেকে টাকা ইনকাম সম্পর্কিত সঠিক তথ্য জানতে চান তাহলে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।