অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র (নমুনা পত্রসহ)

আসসালামু আলাইকুম, অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কিভাবে লিখবেন সে সম্পর্কে জানতে আপনারাও অনেকেই গুগল সার্চ করে থাকেন। আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত সকল তথ্যগুলো জানানোর চেষ্টা করব।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

মূলত বিভিন্ন সময় আমরা নানান কাজে পত্র গুলো লিখে থাকি। অসুস্থতার জন্য ছুটির আবেদন কিংবা অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র গুলো লেখার নিয়ম একই ধরনের। যার কারনে কোনটি কিভাবে লিখতে হবে বা কি লিখতে হবে সে সম্পর্কে আমরা অনেকেই জানিনা।

চলুন আজকে এই প্রশ্নের মাধ্যমে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে কিভাবে আপনারা আবেদন পত্র লিখবেন তার নমুনা দেখাবো। আপনাদের আজকের এই পোষ্টের মাধ্যমে আমরা নমুনা আবেদন পত্র লিখে দিব যাতে করে আপনারাই আবেদনপত্র সঠিকভাবে লিখতে পারেন।

অসুস্থতার জন্য ছুটির আবেদন – হঠাৎ অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

অসুস্থতার জন্য ছুটির আবেদন
অসুস্থতার জন্য ছুটির আবেদন

আমরা সকলেই জানি অসুস্থতা কিংবা অন্য যেকোনো কারণে যদি আপনাদের আবেদনপত্র বা দরখাস্ত পত্র লিখতে হয় তাহলে অবশ্যই কিছু নিয়মকানুন মানতে হয়।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আপনারা যারা এ ধরনের দরখাস্ত লিখতে চাইছেন তাদেরকে অবশ্যই কিছু নিয়মকানুন এর মধ্য দিয়ে দরখাস্ত লিখতে হবে।

এখন প্রশ্ন হচ্ছে আপনারা অসুস্থতার পরে যদি অফিসে গিয়ে ছুটি আবেদন করেন তাহলে একভাবে দরখাস্ত লিখতে হবে আবার অসুস্থতার পূর্বে যদি ছুটি চেয়ে আবেদনপত্র লেখেন তবে দরখাস্ত অন্যভাবে লিখতে হবে।

এ সকল বিষয়গুলো অবশ্যই সঠিকভাবে মাথায় রেখে তবে দরখাস্ত পত্র লিখতে হয়।

এছাড়াও বাংলা দরখাস্ত কিংবা আবেদনপত্র লেখার ক্ষেত্রে অবশ্যই সঠিক লাইন কিংবা কোন কাটাকাটি না থাকাই ভালো।

যে সকল দরখাস্তের মধ্যে কাটাকাটি বেশি হয় সে সকল দরখাস্ত অনেক সময় গ্রহণযোগ্যতা পায় না।

তাই যদি দরখাস্ত কিংবা আবেদনপত্রের মধ্যে কোন ধরনের ভুল থাকে তাহলে এক দাগে কেটে দেওয়ার চেষ্টা করবেন অথবা নতুন অন্য একটি খাতায় দরখাস্ত লিখবেন।

চলুন কিভাবে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখবেন সে সম্পর্কে নমুনা দরখাস্ত আপনাদের প্রদান করা যাক।

অসুস্থতার জন্য ছুটির দরখাস্ত – অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন

তারিখঃ ০০/০০/০০০০

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বরাবর,

(আপনারা যদি স্কুলের জন্য দরখাস্ত পত্র লিখেন তবে প্রধান শিক্ষক, কলেজের জন্য লিখলে অধ্যক্ষ, অনন্যা অফিসারদের জন্য লিখলে ক্ষুদ্রতম কর্মকর্তার পদবী) 

প্রতিষ্ঠানের নাম 

প্রতিষ্ঠানের ঠিকানা 

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটি চেয়ে আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠানের(স্কুল, কলেজ কিংবা অফিস) নিয়মিত (ছাত্র, শ্রমিক)। আমি গত (০০/০০/০০০০) তারিখ হতে (০০/০০/০০০০) তারিখ পর্যন্ত অসুস্থতার কারণে প্রতিষ্ঠানে উপস্থিত হতে পারেনি। আমার তীব্র অসুস্থতার কারণে আমাকে হসপিটালে থাকতে হয়েছে। এমতাবস্থায় আমি সুস্থ হয়ে আবারো প্রতিষ্ঠানে ফিরতে পেরেছি।

অতএব, মহাদয়ের কাছে আমার আকুল আবেদন আমাকে গত (যত দিনের ছুটি) দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সু মর্জি কামনা করছি।

বিনীত নিবেদক,

আপনার প্রতিষ্ঠানের নিয়মিত

নাম

স্কুলে অসুস্থতার জন্য ছুটির আবেদন

তারিখঃ ১৩/০৭/২০২৩

বরাবর,

প্রধান শিক্ষক 

হাজী মোহাম্মদ এখলাছউদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ

যাত্রামুড়া, রুপগঞ্জ, নারায়ণগঞ্জ।

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমি গত ৭ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারেনি। তীব্র অসুস্থতার কারণে আমাকে হাসপাতালে অবস্থান করতে হয়েছে। যাতে করে আমি সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের কাছে আমার আকুল আবেদন গত ৬ দিনের ছুটি মঞ্জুর করার জন্য আপনার সু মর্জি কামনা করছি। ]\

বিনীত নিবেদক 

আপনার নিয়মিত ছাত্র

মোহাম্মদ মুশফিক হোসেন 

রোল নং- ০২

শ্রেণী দশম 

সেকশন এ 

বাংলা দরখাস্ত লেখার নিয়ম 

আমরা ইতিমধ্যে আপনাদের অসুস্থতার যে কারণে অনুপস্থিতির যে সকল দরখাস্ত বা ছুটির যেসকল দরখাস্ত গুলো আছে তার নমুনা দেখিয়েছি।

তবে এই মুহূর্তে আমরা আপনাদেরকে বাংলা দরখাস্ত লেখার নিয়ম কানুন সম্পর্কে বিস্তারিত তথ্য গুলো জানানোর চেষ্টা করব।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।

আপনাদের যে বিষয়গুলো সব সময় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনারা বাংলা দরখাস্ত লেখার সময় কোনভাবেই বেশি কাটাকাটি করবেন না।

অতিরিক্ত কাটাকাটি করলে দরখাস্ত গুলো অনেক সময় গ্রহণযোগ্যতা পায় না।

অবশ্যই আপনারা যদি দরখাস্ত লিখেন খুবই সুন্দর ভাবে দরখাস্ত লেখার জন্য পরামর্শ রইলো।

আরও পড়ুনঃ

দরখাস্ত অনুপস্থিতির জন্য আবেদন

স্কুলে অনুপস্থিতির জন্য দরখাস্ত

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র FAQS

আবেদন পত্র কিভাবে লিখতে হয়?

আপনারা খুব সহজে বাংলা আবেদন পত্র লিখতে পারবেন, কিভাবে লিখবেন তার নমুনা আমরা ইতিমধ্যেই আপনাদের দিয়েছি।

দরখাস্ত লিখার সময় কি মনে রাখা জরুরী?

আপনার লেখা যেন সুন্দর হয়, কাটা-কাটি যেন কম হয়।

আমাদের শেষ কথা

আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র কিভাবে লিখতে হয় সে সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়েছি এবং এর পাশাপাশি নমুনা দরখাস্ত দিয়েছি।

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভাল লেগেছে এবং আপনারা আজকের এই পোস্ট থেকে অসুস্থতার জন্য ছুটির আবেদন কিভাবে করতে হয় সে সম্পর্কে জানতে পেরেছেন।

আপনাদের যদি এ বিষয়ে আরো কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

আমরা সকল সময় আপনাদের কমেন্টের উত্তর প্রদান করার জন্য প্রস্তুত রয়েছি।

আপনাদের যদি এধরনের গুরুত্বপূর্ণ সকল পোস্টগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন।

ধন্যবাদ।

ডিসকাউন্টে সকল সিমের মিনিট, ইন্টারনেট ও বান্ডেল অফার
ক্রয় করতে DESH OFFER সাইটে ভিজিট করুন।