আসসালামু আলাইকুম, বিরাট কোহলি-এর পরিসংখ্যান সম্পর্কে জানতে আপনারা অনেকেই গুগল সার্চ করে থাকেন। আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে আপনাদের সাথে বিরাট কোহলি-এর পরিসংখ্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। মূলত পৃথিবীর অন্যান্য ক্রিকেটারদের মতো খুবই খ্যাত এবং পুরো পৃথিবী জুড়ে জনপ্রিয় একজন ক্রিকেটার ভারতের বিরাট কোহলি।
আর এই বিরাট কোহিলি ভারতের রান মেশিন হিসেবে পরিচিত ছিলেন সবসময়ই। তাকে ওয়ানডে ফরম্যাট টিটোয়েন্টি ফরম্যাট কিংবা টেস্ট ফরমেট এর সকল ফরমেটেই রান পেতে দেখা যায়। একসময় তিনি ছিলেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান।
তবে বর্তমানে তিনি দু’নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের বাবর আজমের জন্য। তবে এতে করে বিরাট কোহলির পরিসংখ্যানের দিক থেকে কোন ভাবেই তার সাথে কোন খেলোয়াড়কে তুলনা করা সম্ভব নয়। আজকে আমরা এই পোস্টের মাধ্যমে বিরাট কোহলি-এর পরিসংখ্যান নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব।
আশা করছি আজকের এই পোস্ট আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা আজকের এই পোস্ট শেষ পর্যন্ত গুরুত্বসহকারে পড়বেন।
বিরাট কোহলি মোট সেঞ্চুরি কয়টি – বিরাট কোহলির পরিসংখ্যান
বর্তমান বিশ্বের খুবই জনপ্রিয় একজন প্লেয়ার হচ্ছেন বিরাট কোহলি।
ভারতের অধিনায়কদের দায়িত্ব পালনের পাশাপাশি বিরাট কোহলি রয়েছে অসংখ্য রেকর্ড।
ব্যাট হাতে দুর্দান্ত এই ব্যাটার সম্পর্কে সকল পরিসংখ্যান গুলো আপনাদেরকে আমরা আজ এই পোস্টে জানাবো।
এছাড়াও ওয়ানডে টেস্ট অথবা টি-টোয়েন্টি ফরমেটে এখন পর্যন্ত বিরাট কোহলি সেঞ্চুরি কয়টি কিংবা অর্ধশত কয়টি সে সম্পর্কেও আপনারা আজকের এই পোস্টে জানতে পারবেন।
তাই বিরাট কোহলির পরিসংখ্যান বিস্তারিত জানতে ধৈর্য সহকারে আজকের এই পোস্ট পড়ার অনুরোধ রইলো।
টেস্ট ফরমেটে বিরাট কোহলির পরিসংখ্যান – বিরাট কোহলি টেস্ট সেঞ্চুরি
ম্যাচ | ১০৯ |
ইনিংস | ১৮৫ |
রান | ৮৪৭৯ |
সর্বোচ্চ রান | ২৫৪ |
এভারেজ | ৪৮.৭৩ |
স্ট্রাইক রেট | ৫৫.৩৫ |
50s | ২৮ |
100s | ২৮ |
200s | ৭ |
ওয়ানডে ফরমেটে বিরাট কোহলির পরিসংখ্যান – বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি
ম্যাচ | ২৭৪ |
ইনিংস | ২৬৫ |
রান | ১২৮৯৮ |
সর্বোচ্চ রান | ১৮৩ |
এভারেজ | ৫৭.৩২ |
স্ট্রাইক রেট | ৯৩.৬৩ |
50s | ৬৫ |
100s | ৪৬ |
200s | ০০ |
টি-টোয়েন্টি ফরমেটে বিরাট কোহলির পরিসংখ্যান – বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা
ম্যাচ | ১১৫ |
ইনিংস | ১০৭ |
রান | ৪০০৮ |
সর্বোচ্চ রান | ১২২ |
এভারেজ | ৫২.৭৪ |
স্ট্রাইক রেট | ১৩৭.৯৭ |
50s | ৩৭ |
100s | ০১ |
বিরাট কোহলি কত টাকার মালিক – বিরাট কোহলির মাসিক বেতন
আপনারা অনেকেই হয়তো বিরাট কোহলি কত টাকার মালিক সে সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন।
যেহেতু বিরাট কোহলি একজন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য এবং ক্যাপ্টেন সেহেতু তার বেতন কেমন হতে পারে সেটি আপনাদের অনেকেই জানা।
তবে বিভিন্ন গণমাধ্যম এবং google এর মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করেছি বিরাট কোহলির নিট সম্পত্তির পরিমাণ হচ্ছে ১,০৫০ কোটি রুপি।
বিরাট কোহলির এই সম্পত্তির মধ্যে রয়েছে নানান ধরনের বিজ্ঞাপন এছাড়াও ক্রিকেটের বেতন বাবদ অন্যান্য ব্যবসায়িক উদ্যোগের টাকা ইত্যাদি।
ভারতীয় বোর্ডের চুক্তিতে ‘এ প্লাস’ শ্রেণিতে রয়েছেন কোহলি।
বোর্ডের সঙ্গে বার্ষিক সাত কোটি রুপির চুক্তি রয়েছে তার। অর্থাৎ, বছরে সাত কোটি যায় তার পকেটে। একটি টেস্টে তার ম্যাচ ফি ১৫ লাখ রুপি।
প্রতি একদিনের ম্যাচে আয় ছয় লাখ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরমেটে হলে কোহলি পান তিন লাখ রুপি।
এসবের সঙ্গে যোগ করুন আইপিএলে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে খেলার আর্থিক ফায়দা। সেই দলের হয়ে বার্ষিক ১৫ কোটি রুপি পান কোহলি।
আরও পড়ুনঃ
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ সময়সূচী
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে সিরিজের সময়সূচি ২০২৩
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ কোথায় হবে
বিরাট কোহলি-এর পরিসংখ্যান FAQS
আন্তর্জাতিক ৩ ফরম্যাটে বিরাট কোহলি মোট সেঞ্চুরি ৭৫ টি।
বিরাট কোহলির নিট সম্পত্তির পরিমাণ হচ্ছে ১,০৫০ কোটি রুপি।
বিরাট কোহলি ওয়ানডে সেঞ্চুরি ৪৬ টি।
আমাদের শেষ কথা
আমরা আজকের এই পোষ্টের মাধ্যমে বিরাট কোহলি-এর পরিসংখ্যান আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি।
আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভালো লেগেছে এবং আপনারা আজকের এই পোস্ট থেকে বিরাট কোহলি-এর পরিসংখ্যান জানতে পেরেছেন।
আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন।
আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য সকল সময় প্রস্তুত রয়েছি।
আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ সকল পোস্টগুলো পেয়ে যাবেন। তাই অবশ্যই আমাদের ওয়েবসাইনের সঙ্গে থাকার অনুরোধ রইলো।
ধন্যবাদ।