নগদ থেকে টাকা উত্তোলন করতে নগদে ক্যাশ আউট চার্জ কত টাকা জানা থাকলে আপনি আপনার খরচ বাঁচাতে পারবেন। বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা সমূহের মধ্যে নগদের অবস্থান দ্বিতীয়। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা নগদ দিচ্ছে দেশের সবথেকে কম খরচে টাকা তোলার সুবিধা।
খুবি কম সময়ের মধ্যে নগদ বাংলাদেশর মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী কোম্পানি হিসাবে নগদের অগ্রগতির মূল কারণ হচ্ছে নগদ থেকে টাকা উত্তোলনে খরচ কম।
আপনি যদি এখনও নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহার না করে থাকেন তবে এখনি নগদ ডায়াল কোড *১৬৭# ডায়াল করে পিন সেট করে একটি একাউন্ট খোলে নিন।
নগদ একাউন্ট খুলতে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়না, আপনার ব্যাবহার করা সিম যে নামে ঐ নামে নগদ একাউন্ট খুলে যায়।
For instance, লক্ষণীয় বিষয় হচ্ছে বিকাশ থেকে ক্যাশ আউট করার ক্ষেত্রে ২টি প্রিয় এজেন্ট এবং ৫টি প্রিয় পেরসনাল নম্বর গুলিতে চার্জ কম হলেও অন্যান্য নম্বর গুলিতে খরচ বেশি। তবে নগদের সকল নম্বরে খরচ সমান।
আপনাকে নগদে ক্যাশ আউট খরচ কমানোর জন্য প্রিয় এজেন্ট নাম্বার সেট করতে হবে না। চলুন কথা না বাড়িয়ে জেনে নেই নগদে ক্যাশ আউট চার্জ কত টাকা কাটা হয়।
নগদে ক্যাশ আউট চার্জ কত টাকা?
নগদে ক্যাশ আউট চার্জ ১৫ টাকা ভ্যাট সহ ডায়াল কোড *১৬৭# ব্যাবহার করে এবং নগদে ক্যাশ আউট চার্জ ১২.৫০ টাকা যদি গ্রাহক অ্যাপ থেকে ক্যাশ আউট করে।
নগদ থেকে বলা হচ্ছে দেশের সর্বনিন্ম ক্যাশ আউট চার্জ এখন নগদে। কথা সত্য তবে নগদ তাদের বিজ্ঞাপনে ভাট সহ ক্যাশ আউট চার্জ সম্পকে না বলায় অনেক গ্রাহক বিভ্রান্ত হন।
অনেক সাধারণ নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহারকারী মনে করে নগদ ক্যাশ আউট চার্জ ১০ টাকা এবং সেই হিসাবে তিনি টাকা উত্তোলন ও প্রেরণ করতে চান।
যদিও বিষয়টি নগদ উদ্যোক্তারা গ্রাহদের বুজিয়ে দেন যে বিজ্ঞাপনে নগদ ক্যাশ আউট চার্জ করতে যে ভাট দিতে হবে সেই বিষয়ে বলা হয়নি।
অনেক নগদ গ্রাহক সহজে বুজে জান আবার অনেকে বুজতে সময় নেনে।
নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর – নগদে হাজারে ক্যাশ আউট চার্জ কত
নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর অনুসারে প্রতি হাজারে ১.৫% টাকা, যদি গ্রাহক নগদ অ্যাপ ব্যাবহার করে ক্যাশ আউট করে তবে চার্জ ১.২৫% টাকা।
সহজ ভাবে নগদ ক্যাশ আউট চার্জ ক্যালকুলেটর বুজতে নিন্মের সারণী লক্ষ করুন।
নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ
নগদে ক্যাশ আউট | *১৬৭# | অ্যাপ থেকে |
---|---|---|
১০০ টাকা | ১.৫ টাকা | ১.২৫ টাকা |
৫০০ টাকা | ৭.৫ টাকা | ৬.২৫ টাকা |
১০০০ টাকা | ১৫ টাকা | ১২.৫০ টাকা |
৫,০০০ টাকা | ৭৫ টাকা | ৬২.৫০ টাকা |
১০,০০০ টাকা | ১৫০ টাকা | ১২৫ টাকা |
২০,০০০ টাকা | ৩০০ টাকা | ২৫০ টাকা |
২৫,০০০ টাকা | ৩৭৫ টাকা | ৩১২.৫০ টাকা |
আরও পড়ুনঃ
বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম
নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে কত টাকা?
Nagad dial code *167# ডায়াল করে নগদ ক্যাশ আউট চার্জ প্রতি হাজারে ১৫ টাকা এবং অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট চার্জ ১২.৫০ টাকা। তাই কম খরচে নগদ ক্যাশ আউট করতে চাইলে গ্রাহদের নগদ অ্যাপ ব্যাবহার করতে হবে।
তাই বলা যায় নগদ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করতে ১২.৫০ টাকা খরচ হবে, এজন্য গ্রাহককে নগদ অ্যাপ ব্যাবহার করতে হবে। এবং বাটন মোবাইলে নগদ থেকে ১০০০ টাকা ক্যাশ আউট করতে খরচ হবে ১৫ টাকা।
নগদে ক্যাশ আউট করার নিয়ম?
প্রিয় নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহারকারী নগদ থেকে ২টি উপায়ে টাকা ক্যাশ আউট করা যায়। যে ২টি উপায়ে নগদ থেকে টাকা বের করা যায় সেগুলি হচ্ছে –
ম্যানুয়াল পদ্ধতিতে নগদ ডায়াল কোড *১৬৭# ডায়াল করে নগদ ক্যাশ আউট এবং অ্যাপ থেকে নগদ ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন।
*১৬৭# ডায়াল করে নগদ ক্যাশ আউট করার নিয়ম?
স্টেপ ১: ম্যানুয়ালি বাটন মোবাইল থেকে নগদে ক্যাশ আউট করার জন্য *১৬৭# ডায়াল করুন।
স্টেপ ২: নগদ মোবাইল মেন্যু থেকে ১ নম্বরে থাকা ক্যাশ আউট (1. Cash Out) সিলেক্ট করুন।
স্টেপ ৩: তারপর নগদ এজেন্ট নম্বর লিখে সেন্ড বাটন চাপুন।
স্টেপ ৪: তারপর টাকার পরিমান লিখে সেন্ড বাটনে ক্লিক করুন।
Note: নির্ভুল ভাবে লেনদেন করতে নগদ পিন কোড দেয়ার পূর্বে নম্বর ও টাকার চেক করে নিন।
স্টেপ ৫: এখন আপনার প্রদান করা নগদ এজেন্ট নম্বর ও টাকার পরিমান মিলিয়ে নিন।
স্টেপ ৬: তথ্য গুলি ঠিক থাকলে নগদ গোপন পিন কোড লিখুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
উল্লেখিত ৬ টি স্টেপ অনুসরন করে নগদ থেকে টাকা ক্যাশ আউট করা যায়।
আশা করি আপনি *১৬৭# ডায়াল করে নগদ থেকে টাকা ক্যাশ আউট করার নিয়ম সম্পর্কে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ নগদ একাউন্ট এর ব্যালেন্স চেক
নগদ অ্যাপে টাকা ক্যাশ আউট করার নিয়ম?
নগদ অ্যাপ থেকে টাকা ক্যাশ আউট করার জন্য গ্রাহকের কাছে স্মার্টফোন থাকতে হবে।
তাই স্মার্ট উপায়ে নগদে টাকা ক্যাশ আউট করার জন্য মোবাইল Nagad App download করে ইন্সটল করে নিন।
Above all, নগদ অ্যাপ থেকে ক্যাশ করার জন্য যে স্টেপ গুলি অনুসরন করতে হবে গ্রাহককে।
স্টেপ ১: নগদ অ্যাপ ওপেন করুন।
Note: প্রথমবার নগদ আপ লগিন করার সময় OTP ভেরিফাই করে লগিন করতে হবে।
স্টেপ ২: নগদ অ্যাপ মেন্যুতে 2 নম্বরে থাকা ক্যাশ আউট অপশনটি ক্লিক করুন এবং নগদ নম্বর লিখে পরবর্তী বাটন চাপুন।
Note: আপনি নগদ উদ্যোক্তা পয়েন্টে থাকলে নগদ QR code স্ক্যান করে ক্যাশ আউট করতে পারবেন।
স্টেপ ৩: তারপর টাকার পরিমান লিখে সেন্ড বাটন চাপুন।
স্টেপ ৪: এখন নগদ এজেন্ট নম্বর ও টাকার পরিমান চেক করে ট্যাব করে ধরে রাখুন, নগদে ক্যাশ আউট সম্পন্ন হয়ে যাবে।
এভাবে খুব সহজে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করা যায়। Nagad dail code *167# ব্যাবহার করে টাকা ক্যাশ আউট করার থেকে নগদ অ্যাপ থেকে ক্যাশ আউট করা অনেক সহজ।
আরও পড়ুনঃ
এখন বলা যায় নগদে ক্যাশ আউট চার্জ কত টাকা এবং নগদ ক্যাশ আউট করার ২ টি নিয়ম সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পেরেছেন।
এছাড়াও নগদ মোবাইল ব্যাংকিং সেবা ব্যাবহারে আপনি কোন সমস্যার সম্মুখীন হলে আমাদের কমেন্ট করে জানান।
আপনি যদি এখন নগদ এজেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই গ্রাহদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করা উচিৎ।
বিগত ৮ বছর যাবত নগদ উদ্যোক্তা হিসাবে আমি যে অভিজ্ঞিতা অর্জন করেছি তা আপনাদের সাথে শেয়ার করবো, যদি আপনি কোন সমস্যায় পরে থাকেন তবে কমেন্ট করুন।
আরও পড়ুনঃ
নগদ একাউন্ট কোড ভুলে গেলে করনীয় কি?
নগদে ক্যাশ আউট লিমিট
নগদ লিমিট বলতে বুঝানো হয় একজন গ্রাহক প্রতিদিন বা প্রতিমাসে কি পরিমাণ টাকা নগদে লেনদেন করতে পারবেন।
তবে নগদে প্রতিদিনের ক্যাশ আউট এবং সেন্ড মানি লিমিট ভিন্ন ভিন্ন।
এখন নগদ দৈনিক ক্যাশ আউট লিমিট ২৫ হাজার টাকা এবং সেন্ড মানি লিমিট ৩০ হাজার টাকা।
একজন গ্রাহক একদিনে সর্বোচ্চ ১৫ বার ক্যাশ আউট অথবা সেন্ডমানির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন।
নগদ থেকে এক দিনে সর্বচ্ছো কত টাকা ক্যাশ আউট করা যায়?
নগদ থেকে এক দিনে সর্বচ্ছো ২৫০০০ টাকা ক্যাশ আউট করা যায়। গ্রাকদের ১ দিনে ১৫ বার ক্যাশ আউট করার সুবিধা দেয়া হয়ে থাকে।
খন নগদ গ্রাহক ইচ্ছা করলে একবারে ২৫ হাজার টাকা উত্তোলন করতে পারেন অথবা ১৫ বারে উত্তোলন করতে পারবেন।
আরও পড়ুনঃ
স্কিটো সিমের এমবি চেক করার কোড
বাংলাদেশের ৫ জন সমাজবিজ্ঞানীর নাম
নগদ থেকে প্রতি মাসে কত টাকা ক্যাশ আউট করা যায়?
নগদ থেকে প্রতি মাসে ১,৫০,০০০ হাজার টাকা ক্যাশ আউট করা যায়। একজন গ্রাহক প্রতিমাসে ২৫ বার ক্যাশ আউট করার সুবিধা পাবেন।
গ্রাহককে নগদ মাসিক লিমিট ২৫ বার ক্যাশ আউটের মাধ্যমে ব্যবহার করতে হবে।
তাই আপনারা যারা নগদে বেশি লেনদেন করে থাকেন তারা অবশ্যই নগদ প্রতিদিনের লিমিট এবং নগদ মাসিক ক্যাশ আউট লিমিট সম্পর্কে ভালোভাবে জেনে নিবেন।
Therefore, অন্যথায় আপনার একাউন্টে পর্যাপ্ত পরিমান টাকা থাকলেও আপনি ঐ টাকা ব্যবহার করতে পারবেন না।
আরও পড়ুনঃ
২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো In 2024
FAQS – Nagad Cash out Charge
কোড ডায়াল করে নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ ১৫ টাকা। অ্যাপ থেকে নগদে ক্যাশ আউট চার্জ কত ভ্যাট সহ ১২.৫০ টাকা।
নগদে হাজারে ক্যাশ আউট চার্জ ১.৫ শতাংশ এবং অ্যাপ থেকে ১২.৫০ শতাংশ।
নগদ ক্যাশ আউট লিমিট দৈনিক ২৫ হাজার টাকা (১৫ বার) এবং মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা (১৫০ বার)।
In Conclusion,
এই নিবন্ধে আমি নগদে ক্যাশ আউট চার্জ কত টাকা কাটা হয় প্রতি হাজারে সেই বিষয়ে আপনাদের পরিস্কার ধারনা দেয়ার চেষ্টা করেছি।
আশা করি আপনি নগদ ক্যাশ আউট চার্জ কত ২০২৪ সালে এই সম্পর্কে সঠিক তথ্য খুজে পেয়েছেন।
তবে কম খরছে নগদে ক্যাশ আউট করতে চাইলে নগদ অ্যাপ ব্যাবহার করুন।
আরও পড়ুনঃ
বাংলালিংক নাম্বার চেক করার নিয়ম
গ্রামীণফোন ইমার্জেন্সি ব্যালেন্স কোড
নগদ মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে আপনার আরও জানার থাকলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করুন। ধন্যবাদ।